Tuesday, May 21, 2019

পাংশার কবি, সাংবাদিক ও গল্পকার কাজী সেলিম মাবুদ এর ৭ম গ্রন্থের মোড়ক উন্মোচন




মাসুদ রেজা শিশির 

 
রাজবাড়ীর পাংশার কবি সাংবাদিক ও গল্পকার কাজী সেলিম মাবুদের ৭ম গ্রন্থ ‘ছায়াপথ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ ঘটিকায় পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। পাংশার বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক আবুল হোসেন মল্লিক এর সভাপতিত্বে ও পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, গ্রন্থটির লেখক কাজী সেলিম মাবুদ, পাংশার বিশিষ্ট কবি ও সাহিত্যিক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, ব্যাংক এশিয়া পাংশা শাখার ব্যবস্থাপক, কবি এবাদত আলী সেখ, মোল্লা মাজেদ, ডা: ধীরেন্দ্রনাথ বিশ্বাস, রোকেয়া রহিম, ফিরোজ মাহমুদ মুক্তার, কৃষক নজরুল ইসলাম, হাফিজুর রহমান, সাংবাদিক এস,কে পাল (সমীর), মুনছুর আহম্মেদ, এম,আলী আহসান, মোঃ জিন্নাহ আলী, মিসেস রিক্তা সেলিম, কাজী ছাব্বির হোসেন শিমু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তম কুমার কুন্ডু বলেন, পাংশার সাহিত্য উন্নয়নে আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। কবি সাংবাদিক ও গল্পকার কাজী সেলিম মাবুদ ইতিপূর্বে ৬টি একক গ্রন্থ প্রকাশ করেছেন। প্রতিভার স্বীকৃতিস্বরূপ কবি গল্পকার ও সাংবাদিক হিসেবে শেরে বাংলা জাতীয় শিশু সংসদ, ঢাকা থেকে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক পদক’১১, এশিয়া হিউম্যান রাইটস, ঢাকা এন্ড জার্নালিষ্ট ফাউন্ডেশন থেকে মহান বিজয় দিবস ২০১১ উপলক্ষে ‘বঙ্গবীর ওসমানী স্মৃতিক পদক’১১ এবং এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঢাকা থেকে সাহিত্য ও সাংবাদিকতায় ‘অতীশ দিপংকর সম্মাননা-২০১১, ভারতের পশ্চিমবঙ্গের নদীর থেকে স্বামী বিবেকানন্দ স্মারক সম্মানে ভূষিত হয়েছেন। নজরুল সাহিত্য পরিষদ, দিনাজপুর থেকে নজরুল স্মারক সম্মাননা’১০, উত্তরণ সাহিত্য আসর, পাবনা থেকে আবু তালিব সাহিত্য পুরস্কার’১০, বন্ধু ঐক্য সংগঠন, পাংশা, রাজবাড়ী থেকে ভোলানাথ সাহা স্মৃতি সাহিত্য সম্মাননা পদক, গাঙচিল সাহিত্য পরিষদ, কুষ্টিয়া থেকে কবি কাজী নুরুল হক গাঙচিল সাহিত্য পদক’১০ সহ কয়েকটি সম্মাননা লাভ করেছেন। মোড়ক উন্মোচন শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন

0 facebook: