Thursday, May 2, 2019

কণ্ঠশীলনের ‘আবৃত্তি সমারোহ’



কণ্ঠশীলন আয়োজিত দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি ও নির্ধারিত বিষয়ের উপর মুক্ত আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘আবৃত্তি সমারোহ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০শে বৈশাখ ১৪২৬ / ৩রা মে ২০১৯, শুক্রবার, সন্ধ্যা ছ’টায় কণ্ঠশীলন কার্যালয়, বৃহত্তর যশোর সমিতি ভবন, পঞ্চম তলা, (নীলক্ষেত স্কুলের বিপরীতে), নীলক্ষেত, ঢাকায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ইস্তেকবাল হোসেন। এবারের নির্ধারিত বিষয়: “সাংগঠনিক আবৃত্তিচর্চার সুফল ও দুর্বলতা”।
আবৃত্তি করবেন কণ্ঠশীলন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ ও স্বরবৃত্তের আবৃত্তিশিল্পীবৃন্দ। নির্ধারিত বিষয়ের আলোচনায় ও আবৃত্তি সমারোহে আপনাকে/ আপনাদের সাদর আমন্ত্রণ জানাই।
আসুন, একত্রে এক স্বরে আবৃত্তির জয়গান করি। ( সংবাদ বিজ্ঞপ্তি )


শেয়ার করুন

0 facebook: