Tuesday, May 21, 2019

বিশ্বে প্রথমবারের মত অনুষ্ঠিত হল কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত


 বিজ্ঞান  প্রযুক্তি মন্ত্রাণলয়ের মাননীয় মন্ত্রী স্হপতি  ইয়াফেস ওসমানের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন নাফিউল রশীদ তাওসিফ                                                                               ছবি - রাইসুল ইসলাম রাসেল 


মেরাজ শাকিল

তকাল ২০ মে সম্পন্ন হয়ে গেল কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড   এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রাণলয়ের মাননীয় মন্ত্রী স্হপতি  ইয়াফেস ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রাণলয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন প্রফেসর ডঃ মোহাম্মদ জাফর ইকবাল কুদরতে খোদা অডিটোরিয়াম আয়োজিত কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের সভাপতিত্ব করেন বিসিএস আইআর চেয়ারম্যান ফারুক আহমেদ   কোরআন তিলায়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় শুরুতে বক্তব্য রাখেনপ্রকল্প পরিচালক মালা খান  মালা খান বলেনঅতি অল্প সময়ের মধ্যে এই রকম একটি অনুষ্ঠান বিশ্বে প্রথম , যা ইতিহাস হয়ে যাবে মেট্রোলজি ইতিহাসে প্রথমবারের মতো কেমিক্যাল অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ইতিহাসে থাকবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী

সোমবার (২০ মে) বিসিএসআইআর-এর ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (ডিআরআইসিএম) কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড-২০১৯ এবং ওয়াল্ড মেট্রোলজি ডে উদযাপন উপলক্ষে  ডিআরআইসিএম অডিটোরিয়ামে একটি সেমিনারের তিনি কথা বলেন। বিসিএসআইআরের আওতাধীন ডেজিগনেটেড রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (ডিআরআইসিএম) উদ্যোগে আয়োজিত কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিসিএসআইআরের ডিআরআইসিএম মিলনায়তনে এবং আইএফআরডি মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা টা পর্যন্ত অনুষ্ঠিত এই রাউন্ডে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।বাংলাদেশে প্রথমবারের মতো এ কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। দেশে কেমিক্যাল মেট্রোলজি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজির অবদান সম্পর্কে দেশের তরুণ প্রজন্মকে অবহিত করা এবং এ বিষয়ে আগ্রহী করে তোলার উদ্দেশেই এই অলিম্পিয়াডের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রথম বারের মত অলিম্পিয়াড আয়োজন  করায়  আমরা  ইতিহাসের  অংশ  হয়ে থাকব।’তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পূর্বে হতে তেমন চর্চা শুরু করিনি। তবে কথার কথা হিসেবে আমরা পরিমাপ পরিমান করার অনেক কথা ব্যবহার করেছি। যেমন, আমরা বলি একবুক পানি, এক হাত দেখান, মেপে মেপে কথা বলা ইত্যাদি। আসলেই পরিমাপ পরিমান খুবই প্রয়োজনীয় এখন বিশ্বে একই পদ্ধতিতে পরিমাপের প্রচলন চালু হচ্ছে।’বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘বিজ্ঞানের বিস্ফোরণ ঘটছে বাংলাদেশে। এ দেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে। আমি আশা করি তারা যেন ফেরত এসে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেয়।’সভাপতির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান বলেন, ‘আমরা গবেষণাকে জনমুখী করতে চাই। জনগণের প্রয়োজন অনুযায়ী গবেষণা করব। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা একটি টেস্টিং রিপোর্টসহ অন্যান্য তথ্যাদির ডাটাবেইজ তৈরি করব। ফলে সকলে এই ডাটা বেইজের সুবিধা নিতে পারবেন। কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০১৯ এর মত প্রতিবছর বিসিএসআইআর এ অনুষ্ঠানের আয়োজন করবে।’অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন



শেয়ার করুন

0 facebook: