Thursday, May 30, 2019

ঈদকে সামনে রেখে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নির্বিঘœ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী



মাসুদ রেজা শিশির 

  
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর  উপলক্ষ্যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নির্বিঘœ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন পরিবহন মন্ত্রণালয় এর  নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।  বুধবার (২৯ মে) বেলা ১১ টায় মন্ত্রী পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌছে। এ সময় তিনি ঘাট এলাকা পরিদর্শন করেন। পরে তাকে দৌলতদিয়া রেষ্ট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আলমগীর হুছাইনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী,নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) প্রণব কান্তি বিশ^াস ,বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আগে যে পরিমান ফেরী চলাচল করতো এখন তার থেকে আমরা ফেরীর সংখ্যা ডাবল করে দিয়েছি। বর্তমানে এই রুটে ২০টি  ফেরী চলছে। যদি প্রয়োজন হয় তাহলে সেই প্রস্তুতি আমাদের আছে। বিআইডব্লিইটিসির পক্ষ থেকে ৩৫টি জলযান এর প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে আমাদের আর কোন ধরনের সংকট থাকবে না।দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ব্যাবস্থাপনায় আমরা সন্তুষ্ট। আশা করি কোন প্রকারের প্রাকৃতিক দূর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ পারাপার করতে পারবো।এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি।


শেয়ার করুন

0 facebook: