Tuesday, May 14, 2019

পাংশা পোষ্ট অফিসে নেই কোন পোষ্ট ম্যান ॥ ঠিকানায় না গিয়েই ফেরত পাঠাচ্ছে চিঠি


মাসুদ রেজা শিশির 

 
রাজবাড়ীর পাংশা উপজেলা পোষ্ট অফিসটি  বেহাল দশায় পরিনিত হয়েছে।  দির্ঘদিন ধরে নেই কোন পোষ্ট ম্যান আর বিভিন্ন গুরুত্বপূর্ন চিঠি আসলেও তা  সেই ঠিকানায় না গিয়েই ফেরত পাঠানো হচ্ছে  চিঠি। এক সময়ের জনপ্রিয় মাধ্যম এই পোষ্ট অফিস কালের আর্বতে যেন বিলিন হয়ে যাওয়ার পথে। বৃহস্পতিবার পাংশা উপজেলা পোষ্ট  অফিসে গিয়ে দেখাযায় পোষ্ট অফিসে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সকলেই ব্যাংক কর্তাদের ন্যায় যোগ বিয়োগের হিসাব নিয়ে ব্যাস্ত সকলেই আছেন গ্রাহকদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে।  তবে পোষ্ট অফিসে নেই কোন পোষ্ট ম্যান যে কারনে চিঠি আদান প্রদান প্রায় বন্ধ হয়ে পড়েছে।  পোষ্ট অফিসে গিয়ে পোষ্ট মাষ্টারের সাথে কথা বলতে দেখাযায় পাংশা শহরের সুনামধন্য একটি বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানের তিনি বলছেন কয়েক দিন আগে ঢাকা থেকে আমার প্রতিষ্ঠানের নামে একটি রেজিঃচিঠি এসেছিল সেই চিঠি আমার ঠিকানায় না দিয়ে রেজিঃষ্টারে লেখা হয়েছে ভুল তথ্য যা আমার ও আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে পাংশা উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ আরশাফ উদ্দিন বলেন এটা অত্যান্ত দুঃখের বিষয় এরুপ ঘটনা মেনে নেওয়া যায়না পরে খোজ নিয়ে জানাগেলে দির্ঘদিন পোষ্টম্যান না থাকায় চুয়াডাঙ্গা থেকে মোঃ রহিদুল নামের একজন পোষ্ট ম্যান দেওয়া হয়েছিল সেই পোষ্ট ম্যান  সঠিক ঠিকানা খোজ না করেই এরুপ মন্তব্য করে চিঠিটি ফেরত পাঠিয়ে দিয়েছেন। পাংশা উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ আরশাফ উদ্দিন বলেন পোষ্ট ম্যান মোঃ রহিদুল কয়েকদিন কাজ করার পরই একটি মেডিক্যাল দরখাস্ত জমা দিয়ে ছুটিতে আছেন। একই সাথে তিনি বলেন পাংশা উপজেলা পোষ্ঠ অফিসে ৪জন পোষ্ট ম্যানের পদ থাকলেও বর্তমানে কেই নেই আর পোষ্ট ম্যান না থাকায় বিভিন্ন সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। এ ব্যাপারে পোষ্ট ম্যান রহিদুলের সাথে কথা বলার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। 


শেয়ার করুন

0 facebook: