Monday, May 20, 2019

মাছ লুটের সাথে আব্দুর রাজ্জাক জড়িত নয়! দাবী ইউপি চেয়ারম্যানের


রাজবাড়ী প্রতিনিধি 

 রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কামরুজ্জামান খানের ভাই আব্দুর রাজ্জাক খানের বিরুদ্ধে লোকজন নিয়ে সিরাজপুর হাওর থেকে মাছ লুটের অভিযোগে বিভিন্ন অনলাই ও প্রিন্ট মিড়িয়ায় সংবাদ প্রকাশ হয়েছিল। উক্ত সংবাদের ত্বীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুর রাজ্জাক খান -তিনি বলেন আমি ওই মাছ ধরা সম্পর্কে কিছুই জানিনা আমি ওই সময়ে পাংশাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম। আমার নামে সাংবাদিকদের কাছে ভ’ল তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশন করা হয়েছে আমি উক্ত সংবাদের ত্বীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অপর দিকে আমার ভাই কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় তার সু-নাম নষ্ঠ করতে পরিকল্পিত ভাবে এ সড়যন্ত্র করা হয়েছে বলে আমার ধারনা। আমি বা আমার পরিবারের কেউ মাছ ধরার সাথে জড়িত নয়! কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান বলেন আমার ভাই আব্দুর রাজ্জাক ওই দিন এবং তার আগ থেকেই পাংশাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিল সে মাছ ধরা সম্পর্কে কিছু জানে বলে আমার বিশ্বাস হয় না। এটা মিথ্যা । 



শেয়ার করুন

0 facebook: