Thursday, May 30, 2019

পাংশায় আর.ডি.দের মধ্যে মাছ চাষের উপকরণ বিতরন


মাসুদ রেজা শিশির  

 রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আর ডিদের মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ৮টি প্রর্দশনী এদের মধ্যে ২টি পাঙ্গাস, কার্প নার্সারি ২টা, শিং মাগুড় ১টা,মনোসেক্স ১টা,কার্প মিশ্র ১ ও একটি ধানক্ষেত। কার্প নার্সারীর জন্য ৩৬২ কেজি,কার্প মিশ্র-২০০ কেজি,পাঙ্গাস ৪৮৫ কেজি,মনোসেক্স-৪৬১ কেজি,শিং মাগুড় ৩২৫ কেজি,ধানক্ষেত ১০০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চাষীদের মধ্যে মাছের খাদ্য বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, পাংশা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহীন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। একই সাথে মাছ চাষের উপকরণ চুন,সার,সুমিথিয়া বিতরণ করা হয়। ইতো পূর্বে কার্প নার্সারিন জন্য  কে রেনু পোনা,কার্প মিশ্র ৪০০টি,ধানক্ষেত ১হাজারটি,শিংমাগুর ৮,৩৩৫টি,কার্প-৩৩০টি পাঙ্গাস ৫ হাজার পিস বিতরণ করা হয়েছিল। 



শেয়ার করুন

0 facebook: