Monday, May 27, 2019

পাংশার গোপালপুরে জোরপূর্বক জমি ও দোকান ঘর দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের


মাসুদ রেজা শিশির 
 রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর মৌজায় জোরপূর্বক জমি ও দোকান ঘর দখল করার অভিযোগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেছে জমির প্রকৃত মালিক আব্দুস সালাম সেখ। মামলার মিস পি নং-৮২/১৯ তাং-২৯/০৫/২০১৯ ইং। মামলার এজাহার সুত্রে জানাগেছে পাংশা থানার গোপালপুর মৌজার বি এস ১৮৪ খতিয়ানের ও বিএস ১৪৬ নং দাগের ১ আনায় ১১ শতাংশ জমির মধ্যে ০১ শতাংশ জমি রেকর্ডীয় মালিক নবাব মন্ডলের নিকট থেকে রেজিঃ মূলে ক্রয় করে টিনোর ঘর বানিয়ে আংশিক হোটেল ও আংশিক কাঠের ফার্নিসারের দোকান হিসাবে ভাড়া প্রদান করে ভোগদখল করে আসছিলেন সালাম সেখ। সম্প্রতি সেখানে একই ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল,সিরাজুল মন্ডলের ছেলে আলাই মন্ডলসহ বেশ কয়েকজন জোরপূর্বক ওই জমি দখল করে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সাইনবোর্ড টানিয়ে তা দখল করে রাখছেন একই সাথে জমির প্রকৃত মালিককে জমির উপর গিলে জীবনাশ করা হবে বলেও হুমকি প্রদান করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ্য করেন। এদিকে ওই জমির মালিক লাহিড়ী রঘুনাথপুর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে আব্দুস সালাম সেখ তার জমি উর্দ্ধারের জন্য স্থানীয়দের নিকট ধর্ণা ধরে সুরাহা না হওয়ায় তিনি আদালতের আশ্রায় নিয়েছেন বলে জানান। তিনি বলেন একাদশ জাতীয় নির্বাচনের সময় আমার ঘরটি আ.লীগের নির্বাচনী অফিস হিসাবে ব্যবহার করতে আমার নিকট প্রস্তাব দিলে আমি তাদের অফিস বানিয়ে নির্বাচনী কাযক্রমে সহযোগীতা করেছিলাম এর বদলে এখন তারা সেই অফিস নিজেদের দাবী করে আমার জায়গা দখল করে রেখেছে অধ্যবদি। আব্দুস সালাম বলেন এ বিচার আমি কার কাছে দিব। 

শেয়ার করুন

0 facebook: