Monday, June 24, 2019

পাংশায় পারডেমনামাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে নেই বাউন্ডারী ওয়াল - প্রয়োজন খেলার মাঠ


মাসুদ রেজা শিশির  

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পারডেমনামাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি আশ্রায়ন প্রকল্পের শিশুদের লেখাপড়ার জন্যই নির্মিত হয়েছিল,এখন ওই বিদ্যালয়ে আশ্রায়ন প্রকল্পের শিশুদের পাশাপাশি ওই এলাকার সকল শিশুই বিদ্যালয়টিতে পড়ালেখা করছে। বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বিদ্যালয়টিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের পড়ালেখার দৃশ্যপট পাল্টে গিয়েছে,তিনি নিয়মিত বিদ্যালয়ের অভিবাবকদের সাথে কথা বলেন, করেন মা সমাবেশ একই সাথে অবহেলিত ওই এলাকার শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তুলে ধরে কাজ করে চলছেন। বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী প্রায় শতাধীক। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বলেন আমি এই বিদ্যালয়ে যোগদান করার সময় শিক্ষার্থী ছিল মাত্র ২৬ জন। চলমান সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটি,স্থানীয় বাসিন্দাদের নিয়ে কাজ করে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর হার বেড়েছে। বিদ্যালয়ের সভাপতি মোঃ ফরিদ হাসান বলেন আগের তুলনায় বিদ্যালয়টি এখন বেশ ভাল চলছে শিক্ষার্থীরাও ভাল পড়ালেখা করছে,তবে আমাদের বিদ্যালয়ে বেশ কিছু সমস্য রয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হলো রাস্তার পাশে স্কুল জরুরী ভিত্তিত্বে একটি বাউন্ডারি ওয়াল প্রয়োজন, একই সাথে স্কুলের সামনে মাটি ভরাট করা দরকার, আমাদের শিক্ষার্থীরা ভাল করে খেলাধুলা করতে পারেনা, সেই সাথে বিদ্যালয়টি সিরাজপুর হাওর নদীর পারে তাই নদীর দিকে জরুরী ভাবে মাটি ভরাট করা প্রয়োজন। এ ব্যাপারে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন বলেন রাস্তার পাশে প্রতিটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে বাউন্ডারি ওয়াল নির্মান করা হবে। যাতে করে দ্রুত সময়ের মধ্যে ওই বিদ্যালয়টি বাউন্ডারী ওয়াল হয তা আমরা চেষ্ঠা করব। 



শেয়ার করুন

0 facebook: