Saturday, June 8, 2019

সদস্য সম্মেলন ২০১৯ জাগো সমাজ কল্যান সংগঠন শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে চলছেমাসুদ রেজা শিশির 

  
”শিক্ষায় ও ঐক্যে সমাজ গঠনের অঙ্গিকার”শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালের ৬ নভেস্বর শুরু করেছিল হাবাসপুরের বিশ্ববিদ্যালয় পড়–য়া উদ্যামী কতিপয় যুবক। জাগো সমাজ কল্যান সংগঠনে এখন সদস্য সংখ্যা ৭৬০। তারা শিক্ষার্থীসহ হাবাসপুর উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে। শুক্রবার হাবাসপুর ড.কাজী মোহার হোসেন ডিগ্রি কলেজের হল রুমে জাগো সমাজ কল্যান সংগঠনের সদস্য সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ ওয়াবয়দুর রহমানের সভাপতিত্বে ও শিপন আলমের সার্বিক ব্যাবস্থাপনায়,জেমনিক আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার সাহা,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সজল কুমার,হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফারুখ হোসেন,বিশিষ্ঠ নাট্যকার আল মাসুদ মাল,মোঃ উসমান গনি,আব্দুল্লাহ আল মুতি, মোঃ মানিক হোসেন,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির,জাগো সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। পরে পি এস সি,জেএসসি,এস এসসি ও  বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় বক্তরা বলেন হাবাসপুর উন্নয়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে রাজনিতির উর্দ্ধে থেকে সমাজ বি নির্মানে কাজ করে যাওয়ার এ সংগঠনের উদ্দ্যেশ্যে। শেয়ার করুন

0 facebook: