Friday, June 21, 2019

কালুখালীতে পরকিয়া প্রেমের জের ধরে ভ্যান চালকে হত্যা ॥ বিচারের দাবীতে বিক্ষোভ ॥ স্ত্রী গ্রেফতার



মাসুদ রেজা শিশির 

  
রাজবাড়ীর কালুখালীতে ভ্যান চালক রহিম শেখ (৩৫) হত্যার বিচার দাবিতে কালুখালী থানার সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মোহনপুর গ্রাম বাসি। বৃহস্পতিবার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায়  রহিম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করে কর্মসূচী পালন করেছে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে রাজবাড়ী - কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা মোহনপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কালুখালী থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশের আশ্বাসে গ্রামবাসী তাদের অবস্থান থেকে সরে আসে। এ সময় তারা মাজবাড়ী  ইউনিয়নের মোহনপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক রহিম শেখের হত্যার সুষ্ঠ তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রহিমের স্ত্রী সুফিয়া ও স্ত্রীর কথিত প্রেমিক পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন’র ফাঁসির জোর দাবি জানায়। প্রসঙ্গত রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের কেসমত শেখের ছেলে ভ্যান চালক রহিম শেখ,গত ১৭ জুন থেকে নিখোঁজ হয় । পরে গত ১৯ জুন  রহিমের বাড়ী থেকে এক কিলোমিটার দূরে একটি বিলের কচুরিপানার ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। সেখান থেকে আরও একটু দূরে তার ভ্যানটি পাওয়া পাওয়া যায়। এ ঘটনায় ১৯ জুন পরিবারের সদস্যরা রহিমের স্ত্রী সুফিয়াকে কালুখালী থানা পুলিশের হাতে তুলে দেয়। রহিমের মা সমিরন নেছা বলেন, রহিমের স্ত্রী সুফিয়া বেগমের সঙ্গে আনোয়ার হোসেনের দির্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল সম্প্রতি  রহিম  বিষয়টি জেনে যাওয়ায় রহিম ও সুফিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আর এর জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে রহিমের মা দাবী করেন। এদিকে ওই এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় মাঝে মধ্যেই সুফিয়া ও পল্লী চিকিৎসক আনোয়ারকে বিভিন্ন এলাকায় ঘুরতে দেখেছে তারা একই সাথে তাদের চলাফিরা নিয়েও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। স্থানীয়রা এ হত্যা কান্ডের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ ঘটনায় কালুখালী থানায় রহিমের ভাই রফিকুল ইসলাম শেখ বাদী হয়ে রহিমের স্ত্রী সুফিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ্যসহ মামলা দায়ের করেছে। এ ঘটনায় সুফিয়াকে পুলিশ আটক করেছে বলে জানাগেছে। কালুখালী থানার এস আই মাসুদ জানান মামলা দায়ের হয়েছে মামলার প্রধান আসামী সুফিয়াকে গ্রেফতার করা হয়েছে আগামী কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।  



শেয়ার করুন

0 facebook: