Wednesday, June 26, 2019

পাংশায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মাসুদ রেজা শিশির  

  
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিটি,প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিায়া শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুয়ারা খাতুন সুমি, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন। তথ্য চিত্র সহ প্রেজেন্টশন পরিবেশন করেন পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম ও সহকারী প্রোগ্রামার মাহবুবা খাতুন। এ কর্মশালায় উপজেলার  সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের উদ্দ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। 


শেয়ার করুন

0 facebook: