Friday, June 14, 2019

উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা ॥ জেলা ছাত্রলীগ নেতা সোহেল সহ আহত -৩


কালুখালীতে নৌকার প্রার্থীর ভাই চেয়ারম্যান শরিফুল ইসলামের নেতৃত্বে হামলা 




স্টাফ রির্পোটার 

 রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে বৃহস্পতিবার উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলীউজ্জামান চৌধুরী টিটো’র আনারস প্রতীকের নির্বাচনী প্রচারনায় জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নেতাকর্মীরা প্রচারনা কালে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নৌকার প্রার্থী কাজী সাইফুল ইসলামের আপন ছোট ভাই মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা আনারস প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সদস্য কামরুল হাসান সহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা  পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাত্রলীগ নেতা সোহেল রানা কালুখালী উপজেলা আ.লীগের নেতা ইউসুফ হোসেনের ছেলে সে মহনপুর গ্রামের বাসিন্দা। পাংশা হাসপাতাল এলাকায় ইউসুফ হোসেন সাংবাদিকদের বলেন আমার ছেলে সহ বেশ কয়েকজন মাজবাড়ী ইউপির শ্রীপুর এলাকায় আনারসের প্রচার প্রচারনায় গিয়েছিল সেখানে অতর্কৃত ভাবে চেয়ারম্যান শরিফুল ইসলাম নিজে সন্ত্রাসীদের সাথে নিয়ে হামালা করে এ ঘটনায় আমার ছেলেসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যান শরিফুল ইসলাম ও তার লোকজনকে ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় বলে জানাগেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 



শেয়ার করুন

0 facebook: