Monday, June 24, 2019

পাংশা উপজেলা একটি সমৃদ্ধশালী উপজেলা পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



মাসুদ রেজা শিশির
 

রাজবাড়ীর জেলা প্রশাসক (যুগ্ন সচিব) মোঃ শওকত আলীর পদ্দোন্নতি এবং বদলীজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি মোঃ শওকত আলী বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল,পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুয়ারা খাতুন সুমি,উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আখতার,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম,পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি এম ওহেদুজ্জামান ডাবলু, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথিকে পাংশা উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পরে ক্রেষ্ট প্রদান করা হয়। বিদায়ী অতিথি মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন পাংশা উপজেলা একটি সমৃদ্ধশালী উপজেলা
এ উপজেলায় চলমান ৩জন জেলা প্রশাসক রয়েছে,রয়েছেন সচিব,সিভিল প্রশাসনের অহংকার বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা স্যারসহ অসংখ্য গুনি মানুষের জন্ম দিয়েছে এই জনপথ। তিনি তার বক্তব্য সকলের মঙ্গল কামনা করেন একই সাথে পাংশা সকল শিক্ষক ও শিক্ষার সাথে জড়িদদের শিক্ষার মান ধরে রাখার প্রতি আহবান জানান। বিদায় অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। 


শেয়ার করুন

0 facebook: