Monday, July 1, 2019

জাতীয় সংসদে পদ্মা নদী ভাঙ্গন রোধে বালি উত্তোলন বন্ধের দাবী জানালেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়ে বৃহস্পতিবার পদ্মা নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডে বেশী বরাদ্ধ দেওয়ার জন্য অনুরোধ জানান। একই সাথে নদী ভাঙ্গন রোধে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালি উন্নয়ন বন্ধে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্ঠি আর্কশন করেন। সংসদে দাড়িয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন-আমাদের পাশ্ববর্তী জেলা পাবনা এলাকার কিছু লোক এই বালি উত্তলনের সাথে জড়িত যে কারনে আমাদের এলাকায় নদী ভাঙ্গনের সৃষ্ঠি হয়, আর এতে করে আমাদের এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। মহান সংসদে প্রায় ১০ মিনিটি ধরে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জনগনের ভোটে ৪ বারের নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। 


শেয়ার করুন

0 facebook: