Friday, June 28, 2019

শৈলকুপায় গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান





টিপু সুলতান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গড়াই নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার(ভূমি) ইফতেখার ইউনুস। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির নির্দেশে এ অভিযান পরিচালনা করেন তিনি।
এ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) জানান,আগে থেকেই তথ্য ছিল অবৈধভাবে বালুখেকোরা বালু উত্তোলন করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান। তবে কাউকে আটক না গেলেও চরে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একটি এক্সক্যাভেটর ও বালুবাহনকৃত দুটি ট্রাক জব্দ করা হয়। যা কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আফজাল হোসেন এর জিম্মায় দিয়ে আসা হয়েছে।
তিনি বালুখেকোদের হুশিয়ারী জ্ঞাপন করে আরো জানান, যারা এই বে-আইনি কাজগুলো করছেন দয়া করে সতর্ক হবেন। নইলে আইনের আওতায় নিয়ে এসে কঠোর সাজা প্রয়োগ করা হবে।


শেয়ার করুন

0 facebook: