Thursday, June 13, 2019

শৈলকুপায় কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করলেন ইউএনও উসমান গনি




টিপু সুলতান

সরকারের ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় সরাসরি কৃষকের নিকট থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
বুধবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০৪০/- টাকা দরে ধান ক্রয় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ন্যায় সরকারি মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এখানে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ধান ক্রয় করা হবে না। প্রকৃত কৃষক যাদের ঘরে ধান আছে শুধু তারা ধান বিক্রয় করতে পারবেন।
এছাড়া তিনি আরো জানান, আগামী ১৭ জুন সোমবার পুনরায় মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধান ক্রয় করা হবে।
সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সময় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধান শুকনা ও চিটামুক্ত হতে হবে। এছাড়া কৃষকদের অগ্রণী ব্যাংকে একাউন্ট থাকতে/খুলতে হবে।


শেয়ার করুন

0 facebook: