Saturday, June 8, 2019

সভাপতি- নির্মল কুমার কুন্ডু- সম্পাদক দিপক কুমার কুন্ডু পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত




মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার পৌর শহরের মাগুড়াডাঙ্গীস্থ শ্রী শ্রী নিতাই সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্রী অনিল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্বীপ্ত কুমার চক্রবর্তী কান্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, পুজা সম্পাদক অরুন কুমার সরকার,জেলা পরিষদ সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, মহিলা বিষয়ক সম্পাদক ভারতীয় গোষ্মামী, পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক দিজেন্দ্রনাথ দাস, উত্তম কুমার সাহা কার্তিক, ভজো গোবিন্দ দে,সাবেক সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, ১২ পল্লী মহা শশ্বান কমিটির  সভাপতি তেজেন্দ্রনাথ,পাংশা আদি মহা শশ্বান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার কুন্ডু, পৌর পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে,সাবেক সভাপতি রাম দাস দত্ত সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন। প্রথম অধিবেশ শুরুর আগে প্রায়ত জেলা কমিটির সভাপতিসহ মৃত ব্যাক্তিদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় একই সাথে প্রতিটি ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকদেরকে উপজেলা পুজা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথম অধিবেশন সঞ্চালায় ছিলেন প্রভাষক লিটন কুমার বিশ্বাস। প্রথম অধিবেশ শেষে ২য় অধিবেশন শুরু হয় জেলা পুজা পরিষদের সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত পুজা উদ্যাপন পরিষদের সফল সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার কুন্ডু ও প্রথম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী, ক্রীড়ানুরাগী দিপক কুমার কুন্ডু। এ সময় নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে উপস্থিত সকলেই অভিনন্দন জানান। এ কমিটি ২ বছর তাদের কার্যক্রম ভাল ভাবে পরিচালিত করবে একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি করে জেলায় প্রেরণ করতে নির্দেশ প্রদান করেন জেলা কমিটি। 



শেয়ার করুন

0 facebook: