Tuesday, July 9, 2019

জেলা প্রশাসক দিলসাদ বেগম’র সংক্ষিপ্ত জীবনি তুলে ধরে বক্তব্য রাখলেন সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া শাহনাজ


মাসুদ রেজা শিশির 

 
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম’র সংক্ষিপ্ত কর্মময় জীবনি তুলে ধরে বক্তব্য রাখলেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া শাহনাজ। সোমবার পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের সম্মেলন কক্ষে পাংশা উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা পর্যায়ের কর্মকর্তা,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের মাধ্যামে সাদিয়া শাহনাজ জানান গত ২৩ জুন রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে রাজবাড়ীতে যোগদান করেন,রাজবাড়ীতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ে উপ-সচিব পদে কর্মরত ছিলেন,তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা। জেলা প্রসাসক দিলসাদ বেগম ২০০৩ সালের ৩১ মে বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন। ৩১ মে ২০০৩ সালে তিনি সহকারী কমিশনার হিসাবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে,চট্ট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়,ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে যোগদান করেন। এর পর উপসচীব হিসাবে স্বাস্থ্য সেবা বিভাগ,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। দিলসাদ বেগম কিশোরগঞ্জ জেলার বাসিন্দা,বর্তমানে তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জননী। দিলসাদ বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োক্যামিস্ট্রি বিষয়ে ¯œাতক (সম্মান) এবং বায়োক্যামিস্ট্রি বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 



শেয়ার করুন

0 facebook: