Wednesday, July 3, 2019

পাংশায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মানবতার দেয়াল


মাসুদ রেজা শিশির 

 
আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে পাংশা উপজেলা পরিষদের সম্প্রসারিত (নতুন ভবনের সামনে) দি মেডিক্যাল সেন্টারের পাশের একটি দেওয়াল ঘিরে গড়ে উঠেছে মানবতার দেওয়াল। সৃজনশীল মানুষ রোটারী ক্লাব পাংশার সভাপতি দিনা খন্দকার ও সাধারণ সম্পাদক রিংকু’র প্রচেষ্ঠায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনদিন এই মানবতার দেয়ালটি। প্রতিনিয়তই কেউ না কেউ তার অপ্রয়োজনীয় কাপর রেখে যাচ্ছেন আবার যার প্রয়োজন সে নিয়ে যাচ্ছেন। এই মহতী উদ্দ্যোগ সম্পর্কে রিংকু বলেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যাক্তি রোটারী ক্লাবের সভাপতি দিনা খন্দকারের অনুপ্রেরনায় তার পরামর্শে আমি এটি শুরু করেছিলাম এখন বেশ সাড়া পড়েছে মানুষ তার অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যাচ্ছেন এবং যার ঠিক প্রয়োজন সেই ব্যাক্তি নিয়ে যাচ্ছে এটা বেশ ভাল লাগছে আমাদের সমাজে আরো বেশী করে এরুপ স্বদ ইচ্ছায় মানবতার দেওয়াল তৈরী করা প্রয়োজন। এ কাজটি পাংশা শহরে বেশ আলোচিত হয়েছে এ অনুপ্রেরনা নিয়ে আরো বেশী বেশী মানব সেবায় পাংশা বাসি এগিয়ে আসবে এরুপ প্রত্যাশা করছেন রিংকু। 


শেয়ার করুন

0 facebook: