Saturday, July 13, 2019

বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাবিক আল হাসানের পিতা খোন্দকার মশরুর রেজা’র সাথে মত বিনিময়


মাসুদ রেজা শিশির 

 
বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাবিক আল হাসানের গর্বিত পিতা খোন্দকার মশরুর রেজা কুটিল’র সাথে পাংশায় জেলা পরিষদের ডাক বাংলোতে মত বিনিময় করেছেন পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণন সম্পাদকসহ পাংশার ক্রীড়া জগতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার বিকাল ৩ টায় পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু,আবু দাউদ,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির,সিনিয়নর খেলোয়ার মোহাম্মদ আলী,সুমন,কালাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ এ মত বিনিময় করেন। এ সময় বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাবিক আল হাসানের পিতা খোন্দকার মাশরুর রেজা বলেন আমাদের দেশের  ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে একই সাথে আমাদের ফুটবলকে এখন আরো বেশী দুর নিয়ে যেতে হবে,তিনি জানান দির্ঘদিন তিনি ফুটবলের সাথে আছেন বিভিন্ন এলাকায় তার জেলার খেলোয়ারদের সাথে উৎসাহ উদ্দিপনা দেওয়ার লক্ষ্যে টিমের সাথে থাকেন বলেও জানান। শুক্রবার মাগুড়া জেলার বেশ কয়েকজন খেলোয়ার হাবাসপুর স্পোর্টিং ক্লাব মাঠে সুজানাগর উপজেলার পক্ষে খেলতে আসেন এবং তাদের উৎসাহ দেওয়ার জন্যই তিনি পাংশাতে এসেছিলেন। এর আগে মাইক্রোবাস যোগে পাংশা ডাক বাংলো এলাকাতে দুপুর ১টার দিকে পৌছালে পাংশা বাসির পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আবু দাউদসহ খেলোয়ার কর্মকর্তাবৃন্দ। 


শেয়ার করুন

0 facebook: