Tuesday, July 9, 2019

পাংশায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম

মাসুদ রেজা শিশির 

  
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম সোমবার পাংশায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেওয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের সম্মেলন কক্ষে পাংশা উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা পর্যায়ের কর্মকর্তা,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বেলা সাড়ে ১১ টায় যোগদেন এ সময় পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে চেয়ারম্যান,বৃন্দ,ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাপসা,উপজেলা শিল্পকলা একাডেমি,উপজেলা ক্রীড়া সংস্থা ও পাংশা স্পোর্টিং ক্লাব, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়,পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,প্রাথমিক শিক্ষা পরিবার,দলিল লেখক ও ষ্ট্যাম ভেন্ডার সমিতি,প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যাক্তি ব্যাক্তিবর্গ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।  


শেয়ার করুন

0 facebook: