Tuesday, July 9, 2019

পাংশায় নোভা কম্পিউটারের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক পরীক্ষা অনুষ্ঠিত




মাসুদ রেজা শিশির 

 
 রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা’র সার্বিক তত্তাবধায়নে পাংশার সুনাম ধন্য কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান নোভা কম্পিউটারের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা জানুয়ারী-জুন,এপ্রিল জুন ) পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীরা গ্রাফিক্স,অফিস, হাউজ ওয়ারিং,আমিনশীপ, হার্ডওয়ারসহ বিভিন্ন ট্রেডে অংশ গ্রহণ করেন। এ পরীক্ষায় সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৬১৫ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। নোভা কম্পিউটার (৪৭০৩৩) এর আওতায় কলিমহরের শ্রেয়সী বাংলা ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (৪৭০৩৪), মাছপাড়ার এম এস কম্পিউটার ইন্সটিটিউট (৪৭০৫৭), কালুখালীর মাষ্টার কম্পিউটার টেনিং ইন্সটিটিউট (৪৭০৫২), রাজবাড়ীর সিরাজ কম্পিউটার টেনিং সেন্টার (৪৭০৫৯) এবং সাউথ ব্রিজ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (৪৭০৬০)’র শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সুনামধন্য নোভা কম্পিউটারের কর্ণধার অমিত সরকার বলেন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের ভাল ভাবে হাতে কলমে শিক্ষা দেওয়ার এই বেসিক পরীক্ষার মাধ্যমে তাদের দক্ষতা যাচাই হচ্ছে আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এই শিক্ষার্থীরা একধাপ এগিয়ে গেল। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে চলছি ডিজিটাল দেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। শান্তি পূর্ন ভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


শেয়ার করুন

0 facebook: