Tuesday, July 9, 2019

রাজবাড়ী জেলার মধ্যে পাংশা উপজেলাটি বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধময় একটি উপজেলা -----------------------পাংশায় নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম






                                             

মাসুদ রেজা শিশির 

রাজবাড়ী জেলার মধ্যে পাংশা উপজেলাটি শিক্ষা সাংস্কৃতিসহ বিভিন্ন দিক দিয়ে অগ্রগামী সমৃদ্ধময় একটি উপজেলা এ উপজেলায় বিভিন্ন গুনি মানুষের জন্য হয়েছে এ উপজেলার ৩ কৃতিসন্তান এক সাথে ৩টি জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন এখনও একজন দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাংশার মানুষ অতিথি পরায়ন, রাজবাড়ী জেলাকে মাদক বাল্য বিয়ে মুক্ত জেলা গড়ার লক্ষ্যে পাংশা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ অগ্রনী ভ’মিকা পালন করবে বলে আমার বিশ্বাস,যে এলাকার মানুষ নীল করদের বিতারিত করেছেন তাদের পক্ষে মাদক দূর করা অসম্ভব নয়। আমরা সকলে মিলে স্ব-স্ব স্থান থেকে মাদক,বাল্য বিয়ে,জঙ্গীবাদ,দূর্নিতির বিপক্ষে এক সাথে কাজ করে এ জেলাকে একটি সমৃদ্ধশালী জেলায় পরিনিত করা সম্ভব। সোমবার পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনে সম্মেলন কক্ষে পাংশা উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম এসব কথা বলেন। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।  এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনজুয়ারা খাতুন সুমি, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এ.কে এম জয়নাল আবেদিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম,পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,সেনগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম,মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন,সরিষা প্রেমটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে এম শরীফুল হুদা সাগর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন কলেজ, মাদ্রাসা,স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,ইউনিয়ন পরিষদের সচীববৃন্দ, ইউনিয়ন পরিষদের উদ্দ্যোক্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন। 


শেয়ার করুন

0 facebook: