Thursday, August 15, 2019

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত








মাসুদ রেজা শিশির 

  
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্দ্ধ,ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,আলোচনা সভা,যুব ঋণ বিতরণ,বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন,মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত প্রভৃতি। বৃহস্পতিবার  সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের সামনে নবনির্মত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া শাহনাজ খানম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন। পুস্পমাল্য প্রদান শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া শাহনাজ খানম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান,পাংশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস প্রমুখ আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পরুস্কার বিতরন করা হয়। 


শেয়ার করুন

0 facebook: