Wednesday, August 28, 2019

রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি ॥ আক্রান্ত ৩১০


মাসুদ রেজা শিশির

  
রাজবাড়ীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা থেকে ছাড়াও স্থানীয় ভাবে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন অনেকেই।
গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে। এছাড়া গত মাসের ২৯ জুলাই থেকে আজ ২৮ আগষ্ট বুধবার দুপুর পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩১০ জন ।

বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৬ জন, বালিয়াকান্দিতে ১ জন ও পাংশায় ৩ জন রোগী ভর্তি রয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মো. মাহফুজার রহমান জানান, প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী আসছে। কিছু কিছু রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে রাজবাড়ীর ৩টি সরকারী হাসপাতালে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি রত রোগীদের নিবির পর্যবেক্ষনের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 


শেয়ার করুন

0 facebook: