Tuesday, August 27, 2019

শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত বৃদ্ধা তছিরন নেছার মৃত্যু



শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি
:

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত বৃদ্ধা তছিরন নেছা মারা গেছে। বুধবার(২১ আগষ্ট) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত তছিরন নেছা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের স্ত্রী ।গত ৪ আগষ্ট(রবিবার) শৈলকুপার পাইকপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে সত্তোরার্ধ বৃদ্ধা তছিরন নেছাসহ অর্ধ-শতাধিক মানুষ আহত ও ৩৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। মারাত্মক আহত তছিরন নেছাকে মুমুর্ষ অবস্থায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ১৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মারা গেছে।তছিরন নেছার মৃত্যুর পর গ্রামটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সরোজমিনে পাইকপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে গ্রামবাসীর মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় নিহত তছিরন নেছার পুত্রবধূ আছিয়া খাতুন জানান, তার শাশুড়িকে ঘরের মধ্যে উপর্যুপুরী কুপিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে যায় গ্রাম্য সন্ত্রাসীরা । দারিদ্রতার কারণে ভালভাবে চিকিৎসা করাতেও হিমশিম খেতে হয় তাদের। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তিনি আরো বলেন, যারা তার শাশুড়িকে হত্যা করেছে তাদের বিচারে আওতায় নিয়ে এসে কঠোর সাজা নিশ্চিত করতে হবে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বৃদ্ধ তছিরন নেছা। তার মৃত্যুর পর গ্রামে আবার যাতে সহিংসতা না ছড়িয়ে পড়ে সে কারণে পুলিশ মোতায়েন আছে। এছাড়া ঐ হামলার ঘটনায় দায়েরকৃত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন

0 facebook: