Thursday, August 15, 2019

পাংশায় নাগরিক সুবিধার জন্য ছুটির দিনও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ


মাসুদ রেজা শিশির 

  
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনগনের মধ্যে ঈদের পরদিন মঙ্গলবার এবং তার পরদিন বুধবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্তু প্রায় ৫ শত নাগরিকের হাতে এই কার্ড প্রদান করা হয়। পাংশা উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায় ইতি পূর্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ২ বার করে নির্দ্ধারিত তারিখ ঘোষনা করে কার্ড বিতরণ করা হয়েছে। এর পরও যারা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদের জন্য ঈদের পর ২দিন বিশেষ সুযোগ প্রদান করেছেন প্রতিষ্ঠানটি। পাংশা উপজেলা নির্বাচন অফিসে কর্মরত অমরেশ সরকার বলেন আমরা সাধ্যমত চেষ্ঠা করেছি যাতে সকল নাগরিকদের হাতে এই কার্ড পৌছে দেওয়া যায়। এরই আলোকে বিভিন্ন লোক ঈদের ছুটিতে বাড়ীতে আসবে তাদের কথা চিন্তা করেই আমরা এই উদ্দ্যোগ গ্রহণ করেছি আগামী কালও এ সেবা চালু থাকবে। এর পরও যারা নিতে পারবে না পরবর্তীতে অফিসে এসে নেওয়ার সুযোগ থাকবে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখাযায় মানুষ লাইন দিয়ে দাড়িয়ে তাদের কার্ড সংগ্রহ করছেন। নাসির হোসেন নামের একজন বলেন ঈদের পর দিন কার্ড দেওয়াতে আমাদের অনেক বেশী ভাল হল ছোট চাকুরী করি ছুটি কম কার্ড পেয়ে ভাল লাগছে। 



শেয়ার করুন

0 facebook: