Monday, August 5, 2019

পাংশা ৩দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন




মাসুদ রেজা শিশির 

  
রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সমানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”পরিকল্পিত ফল চাষ যোগাবে পুস্টি সম্মত খাবার” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ,জাহাঙ্গীর হোসেন, কৃষক আনছার আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন একই সাথে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে এ কর্মসূচীর সুচনা করেন। এ সময় উপস্থিত সকল শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা,উপ-সহকারীগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মেলায় অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন

0 facebook: