Tuesday, November 24, 2020

আর্ত মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পার্বতীপুরের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার মনসুর আলী সরকার

 মন্জুরুল আলম 

     

লেখক মঞ্জুরুল আলম

স্বাধীনতা পরবর্তী দিনাজপুরের পার্বতীপুরে পৌরবাসীর ভোটে পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ডাঃ মনসুর আলী সরকার। চেয়ারম্যান নির্বাচিত হয়ে পৌরসভার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। পাশাপাশি একজন ডাক্তার হিসেবে মানুষের চিকিৎসা দিয়ে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় “গ” শ্রেণীর পার্বতীপুর পৌরসভা। পৌরসভা গঠনের আগে এর পরিচিতি ছিল “শহর পরিষদ” নামে। পার্বতীপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হয়ে ডাঃ মনসুর আলী সরকার ১৯৭৪ সালের ৮ মার্চ থেকে ১৯৭৭ সালের ৩ অক্টোবর পর্যন্ত পৌরসভার দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি যুদ্ধ বিধ্বস্ত পার্বতীপুর শহরকে নতুন করে গড়ার কাজ করেন।
মরহুম আলহাজ্ব ডাক্তার মনসুর আলী সরকারের সাথে তার ছোট ছেলে সোহেল মারুফ স্বপন 

রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন ৮নং রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারপাড়া গ্রামের এক সভ্রান্ত পরিবারে ১৯২৫ সালে জন্ম গ্রহন করেন মনসুর আলী সরকার। তার পিতার নাম মফিজ উদ্দিন সরকার এবং মাতার নাম মোছাঃ ফারিজন নেসা। ১৯৫১ সালে ডাক্তারী পাশ করে চিকিৎসা পেশায় মনোনিবেশ করেন ডাঃ মনসুর আলী সরকার। ১৯৫৪ সালে তার বড় ছেলে সেকেন্দার আলী সরকার অসুস্থ হলে তৎকালীন পার্বতীপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঈন উদ্দিনের নিকট ছেলের চিকিৎসা করানোর পাশাপাশি ছয় মাস সেখানে প্রাকটিস করেন। ডাঃ মনসুর আলী সরকার ১৯৫৫ সালে পার্বতীপুরে আসেন এবং পুরাতন বাজারে ডাঃ শহিদুল ইসলামের বাসায় নিজস্ব চেম্বার খোলেন। এখান থেকে তিনি বিভিন্ন রোগীর পাশাপাশি গরীব ও দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। ব্যক্তি জীবনে তিনি চার পুত্র ও পাঁচ কণ্যা সন্তানের জনক। আর্তমানবতার কাজে নিয়োজিত ডাঃ মনসুর আলী 
সরকার ১৯৯১ সালের ৪ নভেম্বর ইন্তেকাল করেন। 
মরহুম ডাঃ মনসুর আলী সরকারের ৩য় পুত্র ডাঃ 
সাইফুল ইসলাম পিতা সানিধ্যে থেকে মানুষের 
সেবাকাজে আত্মনিয়োগ করেন এবং সেখানে একটি 
এতিমখানা প্রতিষ্ঠা করেন। কিছুদিন আগে ডাঃ সাইফুল
 ইসলাম মৃত্যুবরন করলেও তার পরিবারের তত্ত্বাবধানে 
এখনো সুন্দরভাবে এতিমখানাটি পরিচালিত হচ্ছে। 

লেখক :  সহ-সভাপতি, পার্বতীপুর প্রেসক্লাব
সম্পাদক গ্রাম কথা ডট কম
প্রতিনিধি, দৈনিক মানবজমিন ও দৈনিক করতোয়া



শেয়ার করুন

0 facebook: