Tuesday, December 15, 2020

নোয়াখালীতে নারীকে নির্যাতন করে ভিডিও ধারন ও ধর্ষণ মামলায় অভিযোগপত্র দিয়েছে পিবিআই।

 হাসানুর রশিদ মিঠু



নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা বহুল আলোচিত ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করেছে পিবিআই নোয়াখালী। সকাল ১১ ঘটিকায় (15/12/20) পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান মুন্সি নোয়াখালী চিপ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের সংশ্লিষ্ট আদালতে ধর্ষন ও ধর্ষন চেষ্টার, দুটি মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করে।

ঘটনার বিবরণে জানা যায় গত 02/09/2020 ইং তারিখে দিবাগত রাত নয় ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন একলাশপুরস্থ জয়কৃষ্ণ গ্রামে ভিকটিমের বসতঘরে এজাহার তদন্তে প্রকাশিত আসামিরা জোরপূর্বক প্রবেশ করে তার স্বামীকে মারধর করে এবং ভিকটিমকে বিব্রত ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আসামিরা ভিকটিমকে বিবস্ত্র করে মারধর ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এরপর পুলিশ ঘটনা জানতে পেরে নিরাপত্তার আশ্বাস প্রদান করলেন আমিও আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় গত 04/10/2020 ইং তারিখে ধারা ৪৪৭/৪৪৮/৩৪২/৩২৩/৪২৭/৫০৬/৩৪ নাশি আইনে ধর্ষন চেষ্টা ও সহযোগীতার অভিযোগে মামলা দায়ের করা হয়। আপর মামলায় একলাশপুর জয় কৃষ্ণপুর গ্রামের বসতঘরে আসামি দেলোয়ার হোসেন প্রকাশ প্রবেশ করে ভিকটিমকে ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে আসামি দেলোয়ার হোসেন (দেলোয়ার়) পরবর্তিতে পূনরায় আবু কালাম এর সহযোগিতায় কৌশলে তার বসত বাড়ির পাশে নৌকার মধ্যে নিয়ে পুনরায় ভয়-ভীতি প্রদর্শন করেন জোরপূর্বক দর্শন করে। আসামি দাসপুর এলাকার সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ভিকটিম বা তার আত্মীয়-স্বজন মামলা করার সাহস পায়নি এ ঘটনায় 147 দিন পর তাকে বিবস্ত্র করে মারধর ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করে এবং তা ভিডিও ধারণ করে পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এরপর পুলিশ ও মানবাধিকার সংগঠন ঘটনাটি জানতে পেরে পুলিশ এ ব্যাপারে

এ ব্যাপারে জানতে চাইলে (পিবিআই) চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল নোয়াখালী জেলা প্রতিনিধিকে জানান পিবিআই দুইটি মামলায় তদন্তভার গ্রহণ করে এবং বিরতিহীনভাবে তদন্ত কার্য পরিচালনা করে একটিতে ৬৯ দিন এবং ৪৮ কার্য দিবসে আর একটিতে তদন্তভার গ্রহণ করে মাত্র ৪০ কার্যদিবসের মধ্যে আদালতে অভিযোগ পত্র প্রদান করতে সক্ষম হয়েছে পিবিআই।



শেয়ার করুন

0 facebook: