Monday, September 20, 2021

পার্বতীপুরে খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদ সংস্কার ও আধুনিকায়নে ধর্মপ্রাণ বিত্তবানদের সহায়তার আবেদন -জনস্রোত

 পার্বতীপুরে খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদ

 সংস্কার ও আধুনিকায়নে ধর্মপ্রাণ বিত্তবানদের সহায়তার আবেদন

 


পার্বতীপুরে খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদ

 

 

বিশেষ প্রতিনিধি 

 মধ্যপাড়া খনিজশিল্পাঞ্চল এলাকার খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদ এর সংস্কার ও আধুনিকায়নে ধর্ম প্রাণ ঈমানদার দানশীল ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তার জন্য আহŸান জানিয়েছেন সংশ্লিষ্ট মসজিদ উন্নয়ন কমিটি। জানা গেছে ২০০২ সালে মসজিদটি স্থাপিত হলেও আর্থিক সংকটের কারনে সংস্কার ও আধুনিকতার ছোয়া লাগে নি। ইট দ্বারা তৈরী ও টিনের ছাউনিতে দাড়িয়ে আছে ইবাদতের পবিত্র ঘরটি। তবে আশার কথা হচ্ছে মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ শাহজাহান মৌলভী ১৫ শতাংশ জমি ঐ মসজিদের অনুকুলে দান/ওয়াকফ রেজিষ্ট্রি করে দিয়েছেন। সরকারি ভাবে অনুদান প্রাপ্তিতে অনেক প্রক্রিয়াগত জটিলতার কারনে কোন আর্থিক অনুদান পাওয়া সম্ভব হয়নি। খাগড়াবন্দ গ্রামের আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি রেজাউল ইসলাম শাহ্ জানান, দীর্ঘ দিনেও মসজিদ উন্নয়নে সরকারি সহায়তা না পাওয়ার বিষয়টি অনাকাঙ্খিত।  মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব জানান, মহল্যা বাসীকে নিয়ে নিজস্ব অর্থায়নে মসজিদ টির সংস্কার চলমান আছে। মুসল্লিদের জন্য ওযুখানা,  শৌচাগার, সীমানা প্রাচীর সহ ছাদ ঢালাই অতিব প্রয়োজন। যেহেতু মসজিদটির অনুকুলে যথেষ্ট পরিমান নিস্কন্টক জমি আছে তাই শোভা বর্ধন ও আধুনিকায়নে ধর্মপ্রাণ ঈমানদার দানশীল ব্যক্তি বর্গ, শিক্ষক সমাজ, ব্যবসায়ী, দাতা সংস্থা প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা সরাসরি কিংবা বিকাশ এ (০১৭৫০০৮১৫৬০) আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি। যার সহযোগীতার হাত যত সম্প্রসারিত সে ততো উন্নত এবং তার মানসিকতা তত বিকশিত এই প্রায়াস কে সামনে রেখে মসজিদ উন্নয়নে আমাদের এগিয়ে চলা।



শেয়ার করুন

0 facebook: