Sunday, February 11, 2018

পাংশার ২ কৃতি সন্তান লন্ডনে

পাংশার ২ কৃতি সন্তান লন্ডনে 
বৃহত্তম ফরিদপুর এ্যশোসিয়েশ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা 


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলার ২জন কৃতি সন্তান লন্ডন অবস্থান করছেন এদের মধ্যে ফরিদপুর জেলা প্রশাসক ও উপজেলা আ.লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ এর বোন উন্মে সালমা তানজিয়া ও ব্যাক্তিগত সফরে রয়েছেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। লন্ডনে বসবাসরত রাজবাড়ীর আরেক কৃতি সন্তান মেহেদী হাসান’র আমন্ত্রনে সকলে মিলে এক সাথে লাঞ্চ করেন এসময় লন্ডনে অবস্থানরত বৃহত্তম ফরিদপুর এ্যশোসিয়েশনের নেতৃবৃন্দ ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। 
শেয়ার করুন

0 facebook: