Wednesday, February 21, 2018

পার্বতীপুরের দু’জন শিক্ষক দিয়ে চলছে ৬ শ্রেণীর পাঠদান

পার্বতীপুরের দু’জন শিক্ষক দিয়ে চলছে ৬ শ্রেণীর পাঠদান



মনজুরুল আলম

 দিনাজপুরের পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন অবস্থিত মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’জন শিক্ষক দিয়েই চলছে ৬টি শ্রেণীর ২৬৫ জন শিক্ষার্থীর পাঠদান। এর ফলে স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া চরম ভাবে বিঘœ ঘটছে চলেছে। জানা যায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষক থাকার কথা কিন্তু বর্তমানে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক কর্মরত আছেন। ইতিপূর্বে ৪ জন শিক্ষক কর্মরত থাকলেও দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগে দু’জন শিক্ষককে গত বছরের মার্চ মাসে অন্যত্র বদলী করা হয়। পরের মাসে কুড়িগ্রাম জেলা হতে একজন প্যানেল শিক্ষিকা শেফালী খাতুনকে নিয়োগ দেয়া হয় এবং ছয় মাসের ব্যবধানে সেপ্টেম্ব মাসে ঐ প্যানেল শিক্ষককে নিজ জেলায় প্রত্যাহার করে নেয়া হয়। এর পর হতে দু’জন শিক্ষক দিয়ে ২৬৫ জন শিক্ষার্থীর প্রাক-প্রাথমিক শ্রেণি হতে পঞ্চম শ্রেণির পাঠদান চলে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, প্রধান শিক্ষককে প্রায় সময় প্রশাসনিক কাজে উপজেলা সদরে যাতায়াতের ফলে একজন শিক্ষককে গোটা বিদ্যালয় সামলাতে হয়। শিক্ষক স্বল্পতার বিষয়টি ইতিমধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হয়েছে কিন্তু কোন ফল হয়নি। অফিসিয়াল কাজ, উপবৃত্তি, শিশু জরিপ, স্কুল ফিডিং কর্মসূচীর বিস্কুটের হিসাব প্রতিদিন হালফিল সহ ৬টি শ্রেণির পাঠদান সামলানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।  ওই বিদ্যালয়ের শিক্ষক সংকটের কথা স্বীকার করেঐ বিদ্যালয়ে কয়জন শিক্ষক থাকার নিয়ম জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার বিকেলে জানান, কয়জন শিক্ষক থাকার ওখানে কোন নিয়ম নেই, আমি ইচ্ছে করলেও সেখানে কাউকে দিতে পারবো না। নতুন শিক্ষক নিয়োগ না দেয়া পর্যন্ত আমরা কোন সুরাহা করতে পারছি না। কেউ সেখানে যেতে না চাইলে তাকে আবদেন করতে বদলী করতে পারবো। আমরা জোর করে সেখানে পাঠাতেও পারবো না।অবস্থাদৃষ্টে এবং এলাকার সচেতন অভিভাবক মহল মনে করেন, পার্শ¦বর্তী যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে শিক্ষক সমন্বয় করে শিক্ষক স্বল্পতা নিরসনে কর্তৃপক্ষকে উদ্যোগ নেয়া প্রয়োজন। তারা এলাকার এমপি প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। বর্তমানে জোড়াতালি দিয়ে চলা পাঠদান কার্যক্রম ভেঙ্গে পড়েছে। 



শেয়ার করুন

0 facebook: