Tuesday, February 27, 2018

ইট ভাটার মাটি আনা নেওয়ার কারনে পাংশা-বাগদুলী সড়কের বেহাল দশা সড়কটি মরন ফাঁেদ পরিনিত হয়েছে

ইট ভাটার মাটি আনা নেওয়ার কারনে
পাংশা-বাগদুলী সড়কের বেহাল দশা সড়কটি মরন ফাঁেদ পরিনিত হয়েছে


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা-বাগদুলী আঞ্চলিক সড়কটির বেহাল দশা,সড়কটি মরণ ফাদে পরিনিত হয়েছে,একটু বৃষ্ঠি হলেই ওই পাকা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে,গরমের সময় ধুলাবালিতে যেন যাওয়ার উপক্রম থাকে না। ২৬ ফেব্রুয়ারী রাতে হটাৎ বৃষ্ঠি হওয়ায় ওই সড়ক দিয়ে যাতাযায় কারীরা পড়ে বিপাকে। সড়কের পাশে থাকা রইচ উদ্দিন নামের এক ব্যাক্তির ইটভাটার মাটি আনা নেওয়ার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যেন দেখার কেউ নেই। সরেজমিনে ওই এলাকায় গিয়ে কথা হয় অটো চালক হাবিব মোল্লার সাথে তিনি বলেন ইটভাটায় মাটি নেওয়ার কারনে সামান্য বৃষ্টি হলেই এ পথ দিয়ে আমরা চলা ফেরা করতে পারি না খুব সমস্যা হয়। এলাকার একাধীক মানুষের সাথে কথা বলে জানাযায় প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে মাটি ও কাট আনা নেওয়ার কারনে ওই সড়কের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। সুত্র জানায় সম্প্রতি ওই ইট ভাটায় কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালত ৭০ হাজার টাকা জড়িমানা আদায় করেছে। প্রশ্ন উঠছে জনগনের ব্যবহারের রাস্তাটি যে অকেজো হয়ে পড়ছে এ বিষয়ে কি কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করবেন ? 



শেয়ার করুন

0 facebook: