Thursday, February 8, 2018

পার্বতীপুরে এক বছরে ১২ হাজার সংযোগ॥ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়িত হবে

পার্বতীপুরে এক বছরে ১২ হাজার সংযোগ॥

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়িত হবে


এমএ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নে গত ১ বছরে ১২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই এলাকায় শতভাগ বিদ্যুতায়িত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এ লক্ষ্যে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মজিবুল হক জানান, পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ৩ লাখ ৭৫ হাজার ৮৫০ জন মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ৬০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে আনুমানিক আরো ১৫ হাজার বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই এলাকা শতভাগ বিদ্যুতায়িত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত ১ বছর আগে তিনি এখানে যোগদান করেছেন এবং গত ১ বছরে ১২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। চলতি বোরো মৌসুমে ১৫’শ সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন সকল অনিয়ম দূর করে সচ্ছতার সাথে কাজের গতি বাড়াতে পার্বতীপুর জোনাল অফিসকে গত ২ মাস আগে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এখানে বিদ্যুৎতের কোনো লোড সেডিং নেই। সেই সাথে গ্রাহক হয়রানিও কমেছে। 



শেয়ার করুন

0 facebook: