Sunday, March 11, 2018

পাংশার হাবাসপুর ইউপির ৫টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরন


পাংশার হাবাসপুর ইউপির ৫টি পয়েন্টে খাদ্যবান্ধব 

কর্মসূচীর চাল বিতরন


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির ৫টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল বিক্রি শুরু হয়েছে। গতকাল রবিবার আনুষ্টানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেছেন হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল। হাবাসপুর ইউনিয়ন পরিষদের সামনে ২টি স্থানে,চরঝিকড়ী গ্রামে,হাবাসপুর কায়েক ডাক্তারের মোড় এলাকায়,চরআফড়া স্লুইস গেট বাজার এলাকায় এক যোগে  এলকার হত দরিদ্র কার্ডধারীদের মধ্যে ১০টাকা কেজি দরে কার্ড প্রতি ৩০ কেজি চাল বিতরন কার্যক্রম খাদ্য বান্ধন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরোদ্দেশ,দশ টাকায় চাল পাই ঘরে কোন অভাব নাইপ্রতিপাদ্যকে সামনে রেখে চলছে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড। সরেজমিনে গিয়ে দেখাযায় নিদৃষ্ট লাইনে দাড়িয়ে ক্রেতা সাধারণ এ চাউল ক্রয় করছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বলেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এরুপ কার্যক্রম চলছে সরকার নির্বাচনের আগে ইস্তেহারে বলে ছিল ১০ টাকা কেজি চাউল এর কথা আজ তা বাস্তবে রুপ নিয়েছে। ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডিলার মোঃ ফজলুল হক বিশ্বাস বলেন আমাদের সরকার জনবান্ধব সরকার আমাদের নেত্রী সাধারণ মানুষের কথা ভাবেন দরিদ্র মানুষের কথা চিন্তা করেই ১০টা কেজি চাউল বিতরনের মত শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে পাংশার মাছপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেছিল রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।



শেয়ার করুন

0 facebook: