Tuesday, March 20, 2018

পাংশা উপজেলায় মাসিক আইন শৃঘলা কমিটির সভা অনুষ্ঠিত আমাদের ভিতরে ভিতরে আইন শৃঘলা পরিস্থিতির অবনতি হচ্ছে আশ্বস্ত করে নয় কাজে প্রমান করতে হবে

পাংশা উপজেলায় মাসিক আইন শৃঘলা কমিটির সভা অনুষ্ঠিত
আমাদের ভিতরে ভিতরে আইন শৃঘলা পরিস্থিতির অবনতি হচ্ছে আশ্বস্ত করে নয় কাজে প্রমান করতে হবে

------------বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি


মাসুদ রেজা শিশির 

পাংশায় আইন শৃঘলা পরিস্থিত ভিতরে ভিতরে অবনতি হচ্ছে,এখনও বাইরে থেকে আমাদের লোকজনের নিকট মোবাইল ফোনের মাধ্যমে চাদা চাওয়া হচ্ছে,বাবু ব্যবসায়ীদের কারনে ভেরীবাদের সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে,বিভিন্ন সময় বলার পরও সেটি এখনও বিদ্যমান রয়েছে,অজ্ঞাত পরিচযের যুবক হত্যার পর আমাদের পুলিশ তার আসামী গ্রেফতার করে হত্যার রহৎ উদ্ঘাটন করেছে কিন্তু প্রকাশে দিবালোকে হত্যা হওয়া আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেন হত্যা মামলার আসামীরা কেন ধরা ছোয়ার বাইরে আর যাদের গ্রেফতার করা হয়েছিল কেন তাদের জবানবন্ধী রের্কড করা হয়নি এটা কিসের আলামত,বালু ব্যবসাকে কেন্দ্র করে সেখানে কাচা টাকা ও অন্ত্রের আনাগোনা রয়েছে ইতি পূর্বে বালু ব্যবসাকে কেন্দ্র করে সেখানে একটি হত্যাকান্ডও ঘটেছে দ্রুত সময়ের মধ্যে বেরীবাধ এলাকা থেকে বালুর পাহাড় অপসারণ করতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে,সামনে নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসীরা সংগঠিত হওয়ার চেষ্ঠা করছে আইন শৃঘলা বাহিনীর কঠর নজরদারীতে এখনই এসব বন্ধ করতে হবে অন্যথায় নির্বাচনী পরিবেশ বিঘœত হবে আর এর দায় আইন শৃঘলা বাহিনীকেই নিতে হবে আইন শৃঘলা কমিটির মিটিং শুধু আশ্বস্ত করলেই হবে না আমরা কাজে প্রমান চাই। গতকাল সোমবার পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঘলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য আইন শৃঘলা কমিটির প্রধান উপদেষ্ঠা রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদঁ আলী খান,পাংশা প্রেসক্লাবের আহবায়ক এস এম রাসেল কবির প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।   


শেয়ার করুন

0 facebook: