Wednesday, March 28, 2018

জাতীয় পতাকা রাতেও উড়ে !


জাতীয় পতাকা রাতেও উড়ে !

মাসুদ রেজা শিশির 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানসমূহে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। কিন্তু রাজবাড়ীর পাংশা পানি উন্নয়ন বোর্ডে দেখা গেল বিচিত্র ঘটনা। ২৬ মার্চ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা গেল জাতীয় পতাকা উড়ছে। স্থানীয় লোকজন হাসি-ঠাট্টায় বলছে জাতীয় পতাকা এখন রাতেও উড়ে! সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা রাত পর্যন্ত পাংশা পানি উন্নয়ন বোর্ড জাতীয় পতাকা উত্তোলন  রেখে জাতীয় পতাকাকে অবমাননা করেছেন কিনা এমন প্রশ্ন অনেকেরই। সন্ধ্যা রাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন রাখার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, গণি নামের একজনকে বিকাল ৫টার মধ্যে পতাকা নামানোর কথা ছিল। গণি নামের ব্যক্তি অফিসে কি পদে চাকুরি করেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন

0 facebook: