Thursday, April 26, 2018

পার্বতীপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্পাবনা ॥ কৃষকের মুখে হাসি


পার্বতীপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্পাবনা ॥ কৃষকের মুখে হাসি

এম এ আলম বাবলু 

দেশের উদ্বৃত্ত খাদ্য বান্ডার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে বোরো ধানের কাঁচা- পাকা সবুজ সোনালী শীষ। মাঠের পর মাঠ জুড়ে মৃদ হাওয়ায় দুলছে ধানের শীষ। সেই সাথে আনন্দে নাচছে কৃষক-কৃষানীর মন। মনে মনে স্বপ্নের জাল বুনছে তারা। ভাল দামের ধান বিক্রি করে দুটো পয়সা ঘরে তুলবে। অভাব অনাটন থাকবে না। সুখে শান্তিতে দিন কাটবে। মাঠে বোরো ধানের ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটছে। চলতি বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে উপজেলার মোট ২৪ হাজার ৪ শত ৩০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৭শ ৩০ হেক্টর জমিতে। ইতোমধ্যে বোরো ধান পাকা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার হলদীবাড়ী এলাকার কৃষক আব্দুল করিম শেখ জানান, আবাদকৃত বেরো ধানের এবার  বাম্পার ফলন হবে। অল্প কিছুদিনের মধ্যেই ধান কাটা শুরু হবে। বাজার দরও বেশ ভাল। সব মিলিয়ে কৃষকেরা লাভবান হবে। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দড়িখামার কাজীপাড়া এলাকার কৃষক মোঃ হামিদুল ইসলাম প্রামানিক জানান এবারে বোরো ধানের আবাদ ভাল হয়েছে।
ধান পাকতে শুরু করেছে। মাঠের পর মাঠ জুড়ে বোরো ধানের আবাদ দেখে চোখ জুড়িয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হবে। তাছাড়া বাজারে ধানের দামও ভাল। কৃষকদের সামনে একটা আশার আলো দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসালন অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর বলেন চলতি বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে বাম্পার ফলনের সম্পাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। 



শেয়ার করুন

0 facebook: