Wednesday, June 27, 2018

পার্বতীপুরে প্রাইভেট কারে ইয়াবা বহন ॥ দুই মাদক সেবী আটক

পার্বতীপুরে প্রাইভেট কারে ইয়াবা বহন ॥ দুই মাদক সেবী আটক


এম এ আলম বাবলু


দিনাজপুরের পার্বতীপুরে প্রাইভেট কারে ইয়াবা বহনকালে ২০ পিচ ইয়াবা সহ দুই মাদক সেবীকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ সোমবার এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত দুই মাদক সেবীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
পার্বতীপুর মডেল থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: সেকেন্দার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫.১৫ মিনিটে সৈয়দপুর থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর অভিমুখে যাবার পথে একটি প্রাইভেট কার (নং- ঢাকা মেট্রো-জ-১১-০৬৯৮) পার্বতীপুর উপজেলার যশাই হাটে পুলিশ আটক করে। প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে তল্লাশি করে এক এক জনের কাছ থেকে ১০ পিচ করে মোট ২০ পিচ ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রাইভেট কারসহ মাদক সেবী মো: কামরুজ্জামান (৪৯), পিতা- বদিউজ্জামান, চাউলিয়া পট্টি দিনাজপুর ও মাদক সেবী মনিরুজ্জামান (৩৬), পিতা- আমজাদ হোসেন, সাং- ভাবকি, উপজেলা চিরিরবন্দর দিনাজপুরকে হাতে নাতে আটক করে মডেল থানার এস আই আতিকুজ্জামান। আজ সোমবার এব্যাপারে পার্বতীপুর মডেল থানার মাদক নিয়ন্ত্রন আইন ৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে (মামলা নং- ৩৩, তাং- ২৫/০৬/২০১৮ইং)।



শেয়ার করুন

0 facebook: