Saturday, June 30, 2018

শুভ ষষ্টি মীর বরকত

শুভ ষষ্টি মীর বরকত


জনস্রোত রিপোর্ট 

     
কণ্ঠশীলন অধ্যক্ষ, প্রশিক্ষক, আবৃত্তি ও নাট্যনির্দেশক মীর বরকত তার জীবন-যাপনের ৬০ বছর পূর্ণ করতে চলেছেন। শুভষষ্ঠী মীর বরকত। তিনি আগামীকাল ১৭ আষাঢ়, ১ জুলাই ৬১ বছরে পদার্পণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই শিল্পী উপস্থিত হবেন কবিতা-পঙ্ক্তি ও তার একান্ত কথন নিয়ে। থাকছে তার কর্মময় জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শনী। 
গণমাধ্যম ইনস্টিটিউট, পিআইবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, আবৃত্তি ও নাট্যসংগঠনসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করছেন মীর বরকত। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রমিত উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। প্রতিষ্ঠাতা সদস্য মীর বরকত কেবল তার প্রতিষ্ঠান কণ্ঠশীলনকে অনির্বচনীয় উচ্চতায় অধিষ্ঠিত করবার সেনানায়ক এমন যথেষ্ট নয়, তিনি ছড়িয়ে ছিটিয়ে নিজেকে উজাড় করে চলেছেন সাংস্কৃতিক পদপ্রান্তে শ্যামলা বিপুলা এ ধরার পানে... মুগ্ধ নয়ানে


মীর বরকত-এর সংক্ষিপ্ত কর্মবৃত্তান্ত


পোষাকী নাম : মীর বরকতে রহমান


মাতার নাম : রশিদা বেগম


পিতার নাম : মীর মসুদার রহমান


স্ত্রীর নাম : শামীমা আখতার বেগম


সন্তান : এক পুত্র ও দুই কন্যা সন্তান


জন্ম : ১লা জুলাই ১৯৫৮


জন্মস্থান : ময়মনসিংহ


প্রাতিষ্ঠানিক পাঠ : স্নাতকোত্তর এবং ডিএআইবিবি


প্রশিণ গ্রহণ :
নাট্যশিাঙ্গন থেকে ১৯৮৩ সনে এক বছরের নাট্য বিষয়ক সার্টিফিকেট কোর্স
গণমাধ্যম ইনসটিটিউট থেকে ১৯৮৪ সনে সংবাদ উপস্থাপনা ও রিপোর্টিং কোর্স


প্রকাশিত গ্রন্থ : আবৃত্তির কাস


একক আবৃত্তি অনুষ্ঠান : আজ অভিষেক আমার


নির্দেশিত আবৃত্তি প্রযোজনা :


তপস্বী ও তরঙ্গিণী রচনা : বুদ্ধদের বসু কণ্ঠশীলন


রবি ঠাকুর কবি ঠাকুর রচনা :সুনীল জানা কণ্ঠশীলন


গুটুল মুটুল গ্রন্থনা : মীর বরকত শিশুতীর্থ


কেবল হাসির দেশে গ্রন্থনা : মীর বরকত শিশুতীর্থ


আমিনা মদিনার গল্প রচনা : সেলিনা হোসেন কণ্ঠশীলন


রোমিও জুলিয়েটের গল্প রচনা : নুরুল হুদা কণ্ঠশীলন


অনা¤œী অঙ্গনা রচনা : বুদ্ধদেব বসু কণ্ঠশীলন


ওরা বেজে ওঠে শূন্য প্রহরে গ্রন্থনা : মীর বরকত কণ্ঠশীলন


আবদারের আধঘন্টা গ্রন্থনা : মীর বরকত মুক্তধারা


ভাষার লড়াই রচনা : রফিকুর রশীদ কণ্ঠশীলন


দেশদ্রোহীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী গ্রন্থনা : রেজিনা বেগম কণ্ঠশীলন


রাজপুত্তুর গ্রন্থনা : মীর বরকত মুক্তালয় আবৃত্তিবিকাশ কেন্দ


রঙ্গ গ্রন্থনা : মীর বরকত মুক্তালয় আবৃত্তিবিকাশ কেন্দ্র


আনন্দেতে জাগো গ্রন্থনা : মীর বরকত তেপান্তরের তিনজন


সবচেয়ে সুন্দর (গল্পকথন) গ্রন্থনা : মীর বরকত উদ্ভাসন


নক্সী কাঁথার মাঠ রচনা : জসীম উদ্দীন উদ্ভাসন


আলো মাখো ভালো থাকো গ্রন্থনা : মীর বরকত চারুবাক


তোমার আকাশ দাও গ্রন্থনা : মীর বরকত তেপান্তর


যুদ্ধ শেষের যুদ্ধ গ্রন্থনা : মীর বরকত কণ্ঠশীলন


বর্ষামানব রচনা : রাজীব দে কণ্ঠশীলন


একাত্তরের ফুল গ্রন্থনা : মীর বরকত কল্পরেখা


বারো গাঁয়ের তেরো ভুত গ্রন্থনা : মীর বরকত কল্পরেখা


ছড়ায় ছবিতে মুক্তিযুদ্ধ রচনা : লুৎফর রহমান রিটন কল্পরেখা


কল্পলোকের গল্পকথা দেশটিভিতে ছোটদের অনুষ্ঠান


নির্দেশিত নাটক :


রাজা-রানী রচনা : সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠশীলন


যা নেই ভারতে রচনা : মনোজ মিত্র কণ্ঠশীলন


গণ-মাধ্যম ইনসটিটিউট, পিআইবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, ছায়ানট (ভাষার আলাপ), শিল্পকলা একাডেমীসহ প্রায় ৪০টি সংগঠন ও প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের প্রশিক।
বিভিন্ন দায়িত্বে যুক্ত :


প্রতিষ্ঠাতা সদস্য ও প্রশিক কণ্ঠশীলন


উপদেষ্টা উদ্ভাসন, মুক্তালয় আবৃত্তি বিকাশ কেন্দ্র


সভাপতি কল্পরেখা, শিশুতীর্থ


নির্বাহী সদস্য কল্যাণ পরম্পরা


সাধারণ সদস্য ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন


সাধারণ সদস্য বাংলাদেশ ব্রতচারী সমিতি


সদস্য নরেন বিশ্বাস পদক মনোনয়ন কমিটি


সম্মাননা প্রাপ্তি :


শ্রেষ্ঠ নির্দেশক স্বরকল্পন আবৃত্তি চক্র (ঢাকা বিশ্ববিদ্যালয়)


অপু সম্মাননা পদক আবৃত্তি অঙ্গন (ঢাকা বিশ্ববিদ্যালয়)


শ্রেষ্ঠ বক্তা আনন্দমোহন কলেজ


অভিনয়ে বিশেষ সম্মান আনন্দমোহন কলেজ


নাট্য নির্দেশনা আমরা কতিপয় নাট্যগোষ্ঠি (ময়মনসিংহ)

সম্মাননা পদক সোনালী ব্যাংক ক্রীড়াবিদ ও শিল্পী কল্যাণ পরিষদ


আবৃত্তি সম্মাননা পদক ০৭ (শ্রেষ্ঠ নির্দেশক) ঢাকা স্বরকল্পন


চয়ন সাহিত্য কাব স্বর্ণপদক, ২০১০


মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, ২০১১ ইউনিসেফ


সেমিনারে মূল প্রবন্ধ পাঠ :


মুক্তধারা আবৃত্তি চক্র আয়োজিত আবৃত্তি উৎসবে, পাবলিক লাইব্রেরি, শওকত ওসমান মিলনায়তন, ঢাকা।


বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত আবৃত্তি উৎসবে, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম।
নন্দন কানন আয়োজিত আবৃত্তি উৎসবে, পাবলিক লাইব্রেরি, ঢাকা।


বিবর্তন সাংস্কৃতিক গোষ্ঠি আয়োজিত উৎসবে, টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে।
সাহিত্য বাজার বইমেলা ও সাংস্কৃতিক উৎসব


গণমাধ্যম :


বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে আবৃত্তি, গল্পবলা, ছড়া প্রযোজনার নির্দেশনা ও আলোচনা অনুষ্ঠান এবং আবৃত্তিতে অংশগ্রহণ।


দেশ টিভির কল্পলোকের গল্পকথাধারাবাহিক গল্পানুষ্ঠানের নির্দেশক।
বাংলাভিশনের সংবাদ বিষয়ক রিপোর্টারদের প্রশিক।
 



শেয়ার করুন

0 facebook: