Saturday, June 23, 2018

এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব পরিদর্শন ও বই প্রদান করলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও


এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব পরিদর্শন ও বই প্রদান করলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও


মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর  পাংশা শহরস্থ ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাব পরিদর্শন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।এসময় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব। বুধবার বিকেলে পাঠাগার পরিদর্শনকালে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ কর্তৃক প্রকাশিত এবং সৈয়দ রাশাদ ইমাম তন্ময় চিত্রণে ম্যাগাজিন মুজিবএবং মিতুল ট্রেডিং এর পৃষ্ঠপোষকতায় সুচিন্তা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ভাষা সংগ্রাম ও বঙ্গবন্ধুশীর্ষক দুটি প্রকাশনার ৬০ কপি বই পাঠাগারের সংরক্ষণের জন্য উপহার প্রদান করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পাঠাগারের পরিদর্শন বহিতে পাঠাগারটি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য লিখেছেন। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, বিশিষ্ট ব্যবসায়ী আবু দাউদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এয়াকুব আলী চৌধুরী পাঠাগার ও ক্লাব পাংশার মানুষের মধ্যে মুক্ত চিন্তার একটি আসর হিসাবে পরিনিত হয়েছে।



শেয়ার করুন

0 facebook: