Sunday, June 10, 2018

পাংশায় বস্তাবন্দী ইউপি সদস্য’র লাশ উদ্ধার



পাংশায় বস্তাবন্দী ইউপি সদস্য’র লাশ উদ্ধার

মাসুদ রেজা শিশির  

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ রবিবার সকাল ৯ টার দিকে  উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে’র একটি জোলা থেকে বস্তাবন্দী মাজেদ মন্ডল নামের এক ইউপি সদস্য’র লাশ উদ্ধার করেছে। ইউপি সদস্য মাজেদ মন্ডল পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তি হাজরা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি পূর্ব গোপালপুর গ্রামের মৃত সোরাফ সন্ডলের ছেলে। ইউপি সদস্য মাজেদ মন্ডল ওই ওয়ার্ড থেকে ৩ বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছিল। নিহতের মেয়ে বেলী খাতুন জানান শনিবার রাত আনুমানিক ৯টার দিকে তার পিতা বাড়ী থেকে মুঠোফোনে ফোন কারোর সাথে কথা বলে সে বাড়ী থেকে ফুলবাড়ী বাজারে ওই ব্যাক্তির সাথে কথা বলার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ১০ টার দিকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে রবিবার সকাল ৬টার দিকে পাংশার মেঘনা খামার বাড়ী গ্রামের রাস্তার পাশে বস্তাবন্দী লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম,সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল মোঃ ফজলুল করিম,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুল্লাহ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহতের বাড়ী থেকে প্রায় ২কিলোমিটার দূরে অপর জেলায় তাকে স্বাশ রোধ করে হত্যা করে ফেলে যাওযায় এলাকা বাসি উৎকন্ঠার মধ্যে রয়েছে। এদিকে নিহত ইউপি সদস্য’র ব্যবহৃত মোটর সাইকেলটি পাংশা শহরের দরগাতলা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সকাল ১১ টার দিকে থানা পুলিশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের দাবী কেউ পূর্ব শত্রুতার জের ধরে তাকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান একই সাথে তিনি বলে দ্রুত সময়ের মধ্যে এ হত্যা কান্ডের রহৎ উদ্ঘাটন পূর্বক জড়িতদের গ্রেফতার করে তাদের মুখোষ উন্মচন করা হবে। ইউপি সদস্য নির্মম হত্যা হওয়ায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন

0 facebook: