Monday, July 9, 2018

পাংশায় মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক পরিমান উপকরণ বিতরণ


পাংশায় মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক পরিমান উপকরণ বিতরণ


মাসুদ রেজা শিশির 

রাজবাড়ীর পাংশায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিচারাল টেকনোলজি প্রোগ্রাম ২য় পর্যায় প্রকল্প (এনএটিপি-২) ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় আওতায় সিআইজি সদস্য ও আরডিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য চাষীদের ন্যাশনাল এগ্রিচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ৪০ জন মৎস্য চাষীর মধ্যে ২৪০ বস্তা দানাদার খাদ্য,৪০ বস্তা চুন, ৪০০ কেজি ইউরিয়া সার, ৪০০ কেজি টিএসপি সার, ও প্রত্যেককে দেড় মণ করে মাছের পোণা দেওয়া হয় এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় আওতায় ৮ জনের মধ্যে ৪ জনের  মধ্যে ২৪,৮০০ টি মনোসেক্স তেলাপিয়ার পোনা, ৯৬ বস্তা দানাদার খাদ্য,৪ বস্তা চুন,ইউরিয়া,টিএসপি প্রভৃতি ২জন কার্প নার্সারি জন্য ২৮ বন্তা  দানাদার খাদ্য, চুন,সার, ও অপর ২ জনের মধ্যে ২২ বস্তা দানাদার খাদ্য,চুন,সার প্রভৃতি ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। এছাড়াও জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৮৮ বস্তা মাছের দানাদার খাদ্য, ১টি ডিজিটাল ওয়েট মেশিন, ১টি বালতি, ১টি পাতিল, ১২৫ বস্তা চুন, ২৫০ কেজি ইউরিয়া সার, ১২৫ কেজি টিএসপি সার, ৫০০ কেজি খৈল, ১টি মগ, ১টি হাপা জাল প্রভৃতি প্রদান করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন বর্তমান সরকারের আমলে মৎস্য চাষীদের মধ্যে এ সকল সুবিধা দেওয়া হচ্ছে পাংশাতে এই প্রথম এতো বেশী খাদ্য দেওয়া হল যেটা ইতি পূর্বে কখনো পাংশাতে দেওয়া হয়নি। এ সকল উপকরণ বিতরন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন এই সরকারের আমালে সকল সেক্টরে সমান ভাবে উন্নয়ন হচ্ছে তারই আলোকে আমাদের মৎস্য সেক্টেরেও উন্নয়ন হচ্ছে এই প্রথম পাংশাতে একবারে এতো পরিমান উপকরণ দেওয়া হল। যা আগে কখনো পাংশার মৎস্যচাষীরা পায়নি আমি এখানে আসার পর মৎস্যচাষীদের নিয়ে কাজ করে চলছি আরো ভাল করে তাদের পাশে থাকার চেষ্ঠা করব তিনি আরো বলেন ২৫ বছর পর পাংশায় আমাদের হ্যাচারীতে রেনু উৎপাদন শুরু করেছি এবং সাফল্য এসেছে। 


শেয়ার করুন

0 facebook: