Thursday, July 19, 2018

জাতীয় মৎস্য সপ্তাহ'’র উদ্বোধন পাংশায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য সপ্তাহ'’র উদ্বোধন

পাংশায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

মাসুদ রেজা শিশির

 “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে  গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে নানা উপকরণ সম্বলিত ফেসটুনসহ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,পাংশা উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সালাম প্রমুখ। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর,মৎস্য অফিসের কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের লিভসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।



শেয়ার করুন

0 facebook: