Thursday, August 16, 2018

পাংশার বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই আর নেই



রাষ্ট্রীয় মর্যাদায় দাফনপাংশার বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই আর নেই

মাসুদ রেজা শিশির

         
রাজবাড়ী
জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি,পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, সাপ্তাহিক পদ্মা বার্তার সম্পাদক খান মোহাম্মদ আব্দুল হাই গতকাল বৃহস্পতিবার রাত .৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী--------রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল  বৎসর খান মোহাম্মদ আব্দুল হাই মৃত্যু কালে স্ত্রী, ছেলে ১কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গিয়েছেন খান মোহাম্মদ আব্দুল হাই এর বড় ছেলে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে কর্মরত খান মোহাম্মদ আব্দুল হাই পাংশা উপজেলা আওয়ামীলীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন পাংশাতে আওয়ামীলীগের রাজনিতিতে তার রয়েছে ব্যাপক অবদান,প্রথমে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই তার নিজ গ্রামে নামাজে যানাজায় অনুষ্ঠিত হয়  বাদ আসর পাংশা সরকারী কলেজ মাঠে ২য় জানাযায় শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয় তার মৃত্যুতে .লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গভীর শোক জনিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেন এসময় জানাযায় উপস্তি ছিলেন রাজবাড়ী জেলা .লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি,জেলা .লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী,রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী- আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু,সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মমিন,সাবেক সাংসদ আব্দুল মতিন মিয়া,পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,রাজবাড়ী পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী,কুমার খালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান,পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,পাংশা মডেল থানার  অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,কেএম শফিকুর মোরশেদ আরুজ,সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস,মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,নূরে আলম ইমরোজ,শহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশ গ্রহণ করেন রাজবাড়ী জেলা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করেন এর পরপরই তার কফিনে মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুস্পমাল্য অর্পন করেন  জানাযার নামাজে ইমামতি করেন পাংশা সরকারি কলেজ মসজিদের খতিব



শেয়ার করুন

0 facebook: