Tuesday, September 4, 2018

পাংশায় দির্ঘদিন এ্যাসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ


পাংশায় দির্ঘদিন এ্যাসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ 

মাসুদ রেজা শিশির 

 রাজবাড়ীর পাংশা উপজেলাটি ১০ টি ইউনিয়ন ও ১একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাটি জেলার অন্যতম একটি উপজেলা এ উপজেলায় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় এলাকার সাধারণ মানুষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে আসছেন নিয়মিত ভাবে তবে দির্ঘদিন পাংশায় সহকারী কমিশনার (ভূমি)’র পদটি শুন্য থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানাগেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সুত্রে জানাগেছে চলতি বছরের ৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদুজ্জামান বদলী হওয়ার পর থেকে অদ্যবদি ওই পদটি শুন্য রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূমি অফিসের কার্যক্রম চালিয়ে আসছেন। এদিকে পাংশা উপজেলা প্রশাসন সহ ১৭টি দপ্তরের দেখভাল করছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার সেই সাথে ভূমি অফিসের কাজ করে চলছেন তিনি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৌহশীলদাররা জানান আমাদের এ্যাসিল্যান্ড স্যার না থাকায় আগের তুলনায় কাজের জটিলতা বাড়ছে বেশ কিছু কাজ জমে আছে সাধারণ মানুষ সেটা বুঝতে চাই না তারা চাই দ্রুত কাজ। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবী পাংশা একটি ব্যাস্ততম উপজেলা এ উপজেলায়  এ্যাসিল্যান্ড এর মত গুরুত্বপূর্ন পদ শুন্য থাকলে কাজের বেশ অসুবিধা হয়। স্থানীয়দের দাবী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা পূর্বক দ্রুত পাংশা উপজেলায় একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করবেন।  



শেয়ার করুন

0 facebook: