Thursday, April 18, 2019

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান ॥ ১৭ জনের জরিমানা

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান ॥ ১৭ জনের জরিমানা

এম এ আলম বাবলু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পেশকার মো: নাজির হোসেন জানান, পার্বতীপুর শহরে বাস টার্মিনাল ও নতুন বাজার এলাকায় মটর সাইকেল ও মটর সাইকেল আহরীদের বৈধ কাগজপত্র, হোটেলে পরিস্কার পরিচ্ছন্নতা, ধুমপান ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি প্রতিরোধে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭/১৩৮/১৫৭ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও ধুমপান বিরোধী আইনে ১৭ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। তাদের কাছ থেকে তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালিত হওয়ায় শহরের যানজোট সমস্যা নিরসন
হয়।


শেয়ার করুন

0 facebook: