Wednesday, May 29, 2019

শরিসা-কসবামাজাইল-কলিমহর এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের যারা আশ্রায় দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে -------------------------------------- বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি



মাসুদ রেজা শিশির 

 
পাংশার দক্ষিণাচলের শরিসা কসবামাজাইল,কলিমহর এলাকায় পার্শ্ববর্তী জেলা থেকে বহিরাগত সন্ত্রাসীরা এসে আনাগুনা করে তাদের যারা আশ্রায় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা শান্তি শৃংখলা নষ্ঠ করার চেষ্ঠা করবে তাদের শক্তভাবে প্রতিহত করতে হবে,আমাদের এলাকা থেকে বালু উত্তোলণ বন্ধ করতে হবে পাবনা জেলার কিছুলোক আমাদের এলাকায় বালি উত্তোলন করে তাদের আমাদের এলাকা রক্ষার সার্থে বালি উত্তোলন বন্ধ করতে হবে আর আমাদের এখানে যারা বালি ব্যবসা করছে তাদের এ ব্যবসা বন্ধ করতে হবে। শরিসা ইউনিয়ন প্রসঙ্গে সন্ত্রাসীদের কোন গ্রুপ নেই যে যে গ্রুপেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি পাংশার মৌরাট ইউনিয়ন থেকে  বেশ কিছু গরু চোর গ্রেফতার করা হয়েছে এটা ভাল দিক আর চোরদের পক্ষে কেউ সুপারিশ করেনি এটা আরো ভাল দিন আমরা জনপ্রনিধিরা ভাল হলে আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকবে। আসন্ন ঈদুল ফিতরে যারা বাইরে রয়েছে তারা যেন সুন্দর ভাবে পাংশায় এসে ঈদ করতে পারে সে ব্যাপারে পুলিশের পাশাপাশি আমাদের সকলকেই সযাগ থাকতে হবে। বিভিন্ন ফোন ব্যবহার করে যারা আমাদের সরকারী কর্মকর্তাদের হুমকি দিচ্ছে তারা কেউ এ দেশে নেই সকলেই পালিয়ে থেকে ভয় দেখানোর চেষ্ঠা করছে যারা ফোন দিচ্ছে তারা সকলেই ক্রস ফায়ারের ভয়তে এলাকা ত্যাগ করেছে কেউ ওই ফোনে ভয় পাবেন না আমাদের পুলিশ প্রশাসন সযাগ রয়েছে এ বিষয়ে। শরিসার পিকুল হত্যার বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে ইতি মধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পাংশা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি ও আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ তিনি বলেন আমাদের মাননীয় এমপি  মহোদ্বয়ের  পরামর্শে ও দিক নির্দেশনায় পাংশার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে ইতো মধ্যে ২৮ দিনে বেশ কয়েকজন চিহ্নত গরুচোর,অন্ত্রধারীদের গ্রেফতার করা হয়েছে মাদক নিমূলে আমরা কাজ করে যাচ্ছি সকলের সহযোগীতা পাচ্ছি আরো সহযোগীতা পেলে পাংশা থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব বলে আমরার বিশ্বাস। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগন তাদের স্ব-স্ব এলাকার আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন তাদের বক্তব্যে আইন শৃংখলা পরিস্থিতি ভাল বলে তারা বক্তব্যে বলেছেন। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে একই স্থানে মাসিক উন্নয়ন সমন্নয় কমিটির সভা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  



শেয়ার করুন

0 facebook: